ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দশ বছরে বিভিন্ন ক্যাডারে ৩০ হাজার নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দশ বছরে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৩০ হাজার ৩০১ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দশ বছরে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৬৭ হাজার ২০৩ জন বিভিন্ন নন ক্যাডার পদে নিয়োগ প্রদান করার জন্য সুপারিশ করা হয়েছে।

জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, সরকারি চাকরিতে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি