ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ

প্রকাশিত : ১৮:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। তারা বলেন, সুরঞ্জিতের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরে সুনামগঞ্জে নেয়া হয় তাঁর মরদেহ। সোমবার বিকেলে দিরাই এ গ্রামের বাড়িতে হবে শেষ কৃত্য। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মরদেহবাহী হেলিকপ্টার পৌঁছে সিলেট ওসমানী বিমানবন্দরে। নেয়া হয় শহীদ মিনার চত্বরে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত রাখা হয় মরদেহ। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন ভক্তরা। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ। তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিয় ও সাহসী কণ্ঠ হারিয়েছে। শুধু সিলেট নয়, গোটা দেশের জন্যই অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন তারা। সিলেটে শ্রদ্ধা নিবেদনের পর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের শাল্লায় নেয়া হয় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সোমবার বিকেলে দিকে দিরাইয়ে শেষ শ্রদ্ধা নিবেদনের পর সেখানেই হবে প্রবীণ এই রাজনীতিবিদের শেষকৃত্য। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিদিৎসাধূীন অবস্থায় রোববার ভোরে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি