
ঝিনাইদহের অচিন্তনগরে একটি কারখানায় আগুন লেগে বিদেশী নাগরিকসহ ৪ জন দগ্ধ হয়েছে।
যশোর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জানান, তাজ এ্যাগ্রো কারখানায় পাঠখঁড়ি পুড়িয়ে ছাই তৈরি করা হয়। ওই ছাইয়ে এক ধরণের রাসায়নিক মিশিয়ে চীনে পাঠানো হয়। সকালে ছাইভর্তি একটি কনটেইনার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। পরে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে চীনা নাগরিক ফাংসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।