ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিদেশীদের তল্লাসী চালাতে সীমান্তের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৭

বিশেষ সাবধানতার সাথে বিদেশীদের তল্লাসী চালাতে সীমান্তের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার উপর জারি করা আদালতের স্থগিতাদেশ বহাল থাকায়, এ নির্দেশ দেন। আদালতের স্বীদ্ধান্তকে তিনি কঠোর বলে অভিহিত করেন। যে কোন নিরাপত্তাজনিত ঝুঁকি আদালতের উপরেই পড়বে বলে হুশিয়ারি দেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রে কে প্রবেশ করবে বা স্থায়ী হবে তা শুধুই প্রেসিডেন্ট স্বীদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, আদালতের ওই সিদ্ধান্তের ফলে যাদের ভিসা রয়েছে, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা থাকছে না।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি