ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত, গুলিবিদ্ধ ১

প্রকাশিত : ১৮:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭

টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয় আরো এক জেলে। সোমবার সকালে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার টেকনাফের নাফ নদীতে এ ঘটনা ঘটে। জেলেরা জানান,  জানান, ভোরে নাফনদীর মৌলভীপাড়া পয়েন্টে মাছ ধরতে যান তারা তিন জন। সাড়ে ৬ টায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৭ জন সদস্য একটি স্পীডবোট নিয়ে বাংলাদেশে সীমান্তে ঢুকে তাদের উপর গুলি চালায়। আহত জেলেদের স্থানীয়রা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল আমিন  মারা যায়। গুলিবিদ্ধ জেলে মোস্তফা হোসেনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি