ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে মাদক দ্রব্য পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জন

প্রকাশিত : ১৬:৫৩, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫৩, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

rajshahiরাজশাহীর চারঘাটে মাদক দ্রব্য পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। সকালে চারঘাটের রাওথা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাওথা গ্রামের মাদক ব্যবসায়ী আফজাল ও কাকরামারি গ্রামের মাহাবুর ঘাটিয়ালের মধ্যে মাদক পাচার নিয়ে বিরোধ ছিলো। এর মিমাংসা করার জন্য স্থানীয় রহমানের বাড়ির সামনে সকালে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে কথাকাটাকাটি এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেসময় গুলিতে সাঈদ হোসেন ও মহিদুল নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়। তাদেরকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি