১৯ বছর আগে নারায়ণগঞ্জের এক ব্যক্তিকে হত্যা মামলায় ২৬ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট
প্রকাশিত : ১৯:১৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭
১৯ বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যক্তিকে হত্যা মামলায় ২৬ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট।
দন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই রায় দেন। বিচারিক আদালতের রায়ে পাঁচজনের মৃত্যুদন্ড ও ২১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি থাকায় আদালতের কাছে অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর আবদুল লতিফ নামের ঐ ব্যক্তিকে হত্যা করা হয়।
আরও পড়ুন