ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রিজার্ভের অর্থ থেকে, ১০ বিলিয়ন ডলারের বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

প্রকাশিত : ১৯:১১, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

রিজার্ভের অর্থ থেকে, ১০ বিলিয়ন ডলারের বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যা জনস্বার্থে বৈদেশিক লেনদেনে, ব্যবহার করা হবে। সোমবার, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এজন্যে একটি আইনও প্রনয়ণ করতে হবে। এদিকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধে, মিউচুয়াল ইভেলুয়েশন প্রতিবেদনের রেটিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। অর্থনৈতিক কর্মকান্ডের পরিধি বেড়েছে, সেই সাথে বেড়েছে দেশের বৈদেশিক লেনদেনও। তবে ডলারের বিপরীতে, টাকার মূল্যমান সমন্বয়ে সমস্যা হচ্ছে প্রতিনিয়ত। এ পরিস্থিতি কাটাতে বিভিন্ন মহল বিশ্বের অন্যান্য দেশের মত, পৃথক সার্বভৌম তহবিলের প্রস্তাব করে আসছিল, গেল কয়েক বছর ধরেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে, অবশেষে, সেই তহবিল গঠনে, নীতিগত সিদ্ধান্ত নেয়া হল। ১০ বিলিয়ন ডলারের তহবিলটি জনস্বার্থে উন্নয়ন কর্মকান্ড, এমনকি বিদেশী ব্যাংকের লোনের ম্যাচিং মানি সমন্বয়ে ব্যবহার করা হবে। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন, মন্ত্রিপরিষদ সচিব। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এ সম্পর্কিত বাংলাদেশের মিউচুয়াল ইভেলুয়েশন চূড়ান্ত প্রতিবেদনের ফলাফল মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া, বৈঠকে ‘বাণিজ্য সংগঠন আইন, ‘বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্টস আইন, ‘কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনের খসড়াও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি