ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরুর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের

প্রকাশিত : ১০:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, মিরুর সহিংস কার্যকালাপের তালিকা বেশ বড়। এর আগেও জমি দখল-বালু মহল দখল, টেন্ডারবাজি-সরকারি কর্মকর্তাদের মারধরসহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে পার পেয়ে যান তিনি। তাকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবী স্থানীয়দের। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামী সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরু। গেল বৃহষ্পতিবার আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষের সময় স্থানীয়ভাকে ধারণকৃত একটি ভিডিও ফুটেজে মেয়র মিরুকে শার্টগান হাতে তৎপর হতে দেখা যায়। এর কিছু পরেই গুলিবিদ্ধ অবস্থায় বহন করতে দেখা গেছে সাংবাদিক শিমুলকে। স্থানীয় এলাকাবাসী ও রাজনীতিকরা বলছেন, প্রভাব বিস্তার করে এর আগেও একাধিকবার জমি দখল-বালু মহল দখল, টেন্ডারবাজি ও সরকারি কর্মকর্তাদের মারধরসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দল থেকে বহিষ্কার হন মিরু। এলাকায় নানা অনিয়ম ও অত্যাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। দফায় দফায় চলছে বিক্ষোভ। মেয়র মিরুকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি