ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোমবার থেকে বৃষ্টি, চলবে তিনদিন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

সোমবার থেকে বৃষ্টি, চলবে তিনদিন!

সোমবার থেকে বৃষ্টি, চলবে তিনদিন!

Ekushey Television Ltd.

আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে দেশের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে মৌসুমের প্রথম বৃষ্টি। আর তা অব্যাহত থাকতে পারে পরবর্তী তিন দিন। এমনই পুর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া বিভাগ।

তবে, তার আগে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশের কোনও কোনও স্থানে বৃষ্টি ঝরতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আজ শুক্রবার জানান, চলতি মাসের ২৪ তারিখ থেকে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, শুক্রবার সকাল ৯টার বুলেটিনে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সীতাকুণ্ডে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি