ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে সেফার ইন্টারনেট ডে

প্রকাশিত : ১১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭

শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে সেফার ইন্টারনেট ডে। এবারের প্রতিপাদ্য বি দ্যা চেঞ্জ, ইউনাইট ফর বেটার ইন্টারনেট। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনের ক্ষতিকর দিক থেকে শিশু কিশোরদের দূরে রাখতে, অভিবাবকদের সচেতন হওয়ার বিকল্প নেই। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইন্টারনেট ছাড়া একদিনও চলা কঠিন। তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষের জীবন যাপন একদিকে হয়ে উঠেছে সহজ থেকে সহজতর। অন্যদিকে এর ক্ষতিকর প্রভাবে নতুন প্রজন্ম নীতি নৈতিকতা হারাচ্ছে ঘটছে সামাজিক অবক্ষয়ের ঘটনাও। আর তাই গেল একদশকেরও বেশী সময় ধরে অপ্রাপ্ত বয়স্কদের ইন্টারনেট ব্যবহার সুরক্ষিত করতে পালিত হচ্ছে সেফার ইন্টারনেট ডে। প্রতি বছর ফেব্র“য়ারী মাসে একটি দিন নির্ধারণ করে বিশ্বের একশটিরও বেশী দেশে পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে সতর্কতামূলক কর্মশালার আয়োজন করে থাকে দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তথ্য প্রযুক্তির এ যুগে ইন্টারনেট ব্যবহার সীমিত করার সুযোগ নেই বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সেজন্য অবিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিলেন তিনি। তাই সুরক্ষিত অনলাইন ব্যবহার নিশ্চিত করার বিকল্প নেই নেই বলেও মত এই বিশেষজ্ঞের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি