চলতি সপ্তাহে ভারি বৃষ্টির সম্ভাবনা
প্রকাশিত : ০৯:০১, ২২ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০৯:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২০
আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশের কোনও কোনও স্থানে বৃষ্টিপাত হতে পারে- সংগৃহীত
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে দেশের অধিকাংশ এলাকায় মৌসুমের প্রথম বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি পরবর্তী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশের কোনও কোনও স্থানে বৃষ্টিপাত হতে পারে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ০ এবং সর্বনিম্ন ছিল মৌলভীবাজারে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যায় ঢাকার বাতাস উত্তর-পশ্চিম ও উত্তর দিকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যায়। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
এমএস/
আরও পড়ুন