ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রবাসীদের জন্য নতুন হটলাইন চালু করলো দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০

প্রবাসীদের যে কোনো অভিযোগ জানাতে নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ নামে এই হটলাইনে অনিয়ম-দুর্নীতি বিষয়ে যে কেউ তথ্য জানাতে পারবে।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবে।  

এরআগে গত বুধবার থেকে দুদকের এক কর্মকর্তার মোবাইল ফোনে কল করে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছিল।

ওই সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ফোন করে। ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ অনেক দেশ থেকে বাংলাদেশি প্রবাসীরা ফোন করে নানা অভিযোগ জানায়।

ব্যবসা, দোকান, জালিয়াতি, বিদেশে নানা সমস্যা, ওয়ার্ক পারমিট, ট্রাভেল এজেন্সির অনিয়ম, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ শতাধিক অভিযোগ জমা হয়।  

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি