ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২ ডাকাত নিহত

প্রকাশিত : ১০:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ার কাহালুতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য দুলাল ও ইব্রাহীম নিহত হয়েছে। ভোর রাতে এই ঘটনা ঘটে। কাহালু থানার ওসি জানান, কয়েক ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বগুড়ার পাঁচপীরতলা এলাকায় অভিযান চালানো হয়। ডাকাতরা টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে পিছু হটে ডাকাতরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল ও ইব্রাহীমকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুলাল ও ইব্রাহীম আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলি ও ম্যাগজিন উদ্ধারের পাশাপাশি ইয়াকুব ও মোজাম নামে আরো দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি