ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সাঁতার পল্লীখ্যাত কুষ্টিয়ার আমলার ছেলেমেয়েরা সব ধরনের সুবিধা-বঞ্চিত

প্রকাশিত : ১১:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭

  পুকুরে সাঁতার শিখে দেশ-বিদেশ থেকে পদক জিতলেও সব ধরনের সুবিধা-বঞ্চিত সাঁতার পল্লীখ্যাত কুষ্টিয়ার আমলার ছেলেমেয়েরা। ঠিকমত তিন বেলা খাবারই জোটে না তাদের। নেই সুইমিং পুল কিংবা সাঁতার উপযোগী পোশাকও। পুকুরে সাঁতার শিখতে গিয়ে কখনও শামুকে পা কাটে; ভুগতে হয় অসুখে। বর্ষায় সমস্যা না হলেও শীতে বাড়ে পানি সংকট। সুইমিং পুল কিংবা সাঁতার উপযোগী পোশাকও নেই। অনেকের ঠিকমতো খাবার জোটে না তিনবেলা। তবে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে সকল প্রতিবন্ধকতা। লক্ষ্যকে সামনে রেখে চলছে নিয়মিত অনুশীলন। এই চিত্র কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের। দেশের যে প্রান্তেই প্রতিযোগিতা হোক না কেন তার অগ্রভাগে এখানকার সাঁতারুরা। বাংলাদেশ আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজেএমসিসহ নানা প্রতিষ্ঠানের হয়েও সাঁতারে লড়েন এখানকার ছেলেমেয়েরা। এখানে ক্লাবগুলোর অধীনে বছরজুড়ে শতাধিক শিশু-কিশোর সাঁতার অনুশীলন করে থাকে। ৩৫ বছর ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পদক জয় করলেও সামান্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় হতাশ প্রশিক্ষক ও সংগঠকরা। সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে দেশের মুখ আরো উজ্জ্বল করতে পারবে বলে মনে করেন এখানকার সাঁতারুরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি