ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০

আজ রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তরের সারসংক্ষেপে বলা হয়েছে, পশ্চিমে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তাপমাত্রায় বলা হয়েছে, সারাদেশে রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে। এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 

এদিন সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম ও উত্তর দিকে বয়ে গিয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। 

আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া উন্নতি হতে পারে। 

সোমবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩১ দশমিক ২ এবং সর্বনিম্ন ছিল উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি