ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রংপুরে প্রেট্রোল বোমায় নিহত ৬ যাত্রী হত্যা মামলার সাক্ষ্যগ্রন ২৪ মার্চ

প্রকাশিত : ১৭:১১, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১১, ১০ মার্চ ২০১৬

mamlaরংপুরের মিঠাপুকুরে যাত্রীবাাহি নাইট কোচে পেট্রোল বোমা মেরে শিশুসহ ৬ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪শে মার্চ নির্ধারণ করেছে আদালত। সোমবার সকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ২ এর বিচারক মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন। মামলার দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামীদের কাউকেই আদালতে হাজির করা হয়নি। সরকার পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, এ মামলায় বাদীসহ ৬ সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। বাকী সাক্ষীদের সাক্ষ্য দ্রুতই শেষ করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি