ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাশ হলো ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া শুরুর- ব্রেক্সিট বিল

প্রকাশিত : ১০:১৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

টানা তিন দিন বিতর্কের পর সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটে হাউস অব কমন্সে পাশ হলো ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া শুরুর- ব্রেক্সিট বিল। স্থানীয় সময় বুধবার সংসদে বিলের পক্ষে ৪৯৪ এবং বিপক্ষে ভোট দেন ১২২ জন এমপি। বিলটি আইন পরিণত করতে এখন হাউস অব লর্ডসে পাঠানো হবে। এদিকে বিলের বিপক্ষে অবস্থান নিয়ে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাণিজ্যমন্ত্রী ক্লাইভ লুইস। এ নিয়ে লেবার পার্টি থেকে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ ৫২ জন এমপি বিলের বিপক্ষে অবস্থান নিলেন। মার্চের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি