ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুই উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

মন্ত্রী বলেন, তিনি শূন্য থেকে দেশ গড়ার কাজে হাত দিয়ে অল্প সময়ের মধ্যেই অবকাঠামো, প্রশাসনিক কাঠামো ও আইনী কাঠামো তৈরি করেছিলেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল সংসদের উদ্যোগে হল প্রাঙ্গণে ‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম এবং এফবিসিসিআইয়ের সহ-সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি