ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইসলামের মর্মকথা ও শান্তির বানী  ছড়িয়ে দিতে ইমামদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৫:২০, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

জঙ্গিবাদের নামে মুসলিম দেশগুলো রক্তাক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় ইমাম সম্মেলনে তিনি আরো বলেন, জঙ্গিবাদের অভিশপ্ত ভুল পথ থেকে ফেরাতে হবে। এজন্যে ইসলামের মর্মকথা ও শান্তির বানী  ছড়িয়ে দিতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও শিশু-কিশোর সাস্কৃতিক প্রতিযোগীতার সনদ বিতরনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী ফাইন্ডেশেন আয়োজিত প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুর¯কার ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে ইসলাম চর্চায় সরকারের গৃহিত পদক্ষেপ তুলে ধরেন। হাতে গোনো কিছু দেশী-বিদেশী গোষ্ঠী শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে বলে  উল্লেখ করেন শেখ হাসিনা। ইসলামের মর্মকথা ও শান্তির বানী  ছড়িয়ে দিতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি