ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অপহরণ, হত্যা ও লাশ গুম এবং বিদেশে পাচারকারী চক্রের ৬ জন আটক

প্রকাশিত : ১৫:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

  ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ, হত্যা ও লাশ গুম এবং বিদেশে পাচারকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ’তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তাদের ধরতে ৭ থেকে ৯ ফেব্র“য়ারি পর্যন্ত ঢাকার সায়েদাবাদ ও নারায়ণগঞ্জের বাগমারায় অভিযান চালানো হয়। অভিযানে চক্রটির মূল হোতা জাকির ও ২ নারী সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় এক অপহৃতকে। এছাড়া, অস্ত্র, গোলাবারুদ, চেতনানাশক ওষুধ জব্দ করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি