ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে

প্রকাশিত : ১৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে বলে মনে করে সরকার। তবে, এক্ষেত্রে বেসরকারি খাতকে মূখ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারক ও কর্মকর্তারা। রাজধানীতে এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের আলোচনায় তারা এ’সব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথমবারের মত ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন-এসকাপ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্ব ও সঞ্চালনায় রিজিওনাল ইনটিগ্রেশন টু অ্যাচিভ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সেশনে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেন, সন্ত্রাসবাদ, দারিদ্র, পানি বন্টন ব্যবস্থাসহ অন্যান্য সমস্যা সমাধানে সংঘাত এড়িয়ে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে। এসডিজি অর্জনে প্রাইভেট ও পাবলিক সেক্টরে মনিটরিং প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক বছর ধরে দেশে প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রয়েছে। দেশের অর্থনীতি কৃষির পরিবর্তে শিল্প ও সার্ভিস খাত নির্ভর হচ্ছে। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন বিভিন্ন দেশের বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি