ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাট উৎপাদন ও রপ্তানীতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশঃ মির্জা আজম

প্রকাশিত : ১৭:৩৭, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৭, ১০ মার্চ ২০১৬

juteআগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ পাট উৎপাদন ও রপ্তানীতে ভারতকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ৩ দিনের পাটপণ্য মেলার পর্যালোচনা উপলক্ষে রাজধানীর জেপিডিসি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। ভারতে কাঁচাপাট রপ্তানী সাময়িকভাবে স্থগিত রাখা হলেও পাটজাত পণ্যের অভ্যন্তরীণ বাজার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে পাট উৎপাদনের গুরুত্ব উল্লেখ করে চলতি অর্থবছরে ২৫ থেকে ৩০ শতাংশ উৎপাদন বৃদ্ধি হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি