ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী একদিন বিশ্বের সেরা বাহিনী হবে

প্রকাশিত : ১৯:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনী একদিন বিশ্বের সেরা বাহিনী হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রামু সেনানিবাসে নব প্রতিষ্ঠিত ৭ ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। এ’সময় প্যারেড কমান্ডার মেজর এরশাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকশ দলের কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহন করেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন। একইভাবে পেশাদারিত্বের সাথে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি