ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজার থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত : ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বৃহস্পাতিবার সকালে নাফ নদীর তীর সংলগ্ন পৃথক দু’টি স্থান থেকে এই ইয়াবা জব্দ করা হয়। বিজিবি জানায়, উপজেলার শাহপরীর দ্বীপের বদরমোকাম ও জালিয়া পালং এলাকায় অভিযান চালানো হয়। সেসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। জব্দ করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়েছে। পরবর্তীতে তা ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি