ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে ‘স্পিড ক্যারাম চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন

প্রকাশিত : ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামের লালদীঘী ময়দানে শুক্রবার দিনব্যাপী ‘স্পিড ক্যারাম চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের চূড়ান্ত এই প্রতিযোগিতায় অংশ নেবে ৮৫টি থেকে বাছাই করা ৩৫টি ক্লাব। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ’সব জানান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এ জি এম মোহাম্মদ মাইদুল ইসলাম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ ক্লাব স্পিডের পক্ষ থেকে আকর্ষণীয় প্রাইজমানি ছাড়াও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি