ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড

প্রকাশিত : ১২:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ডিএল পদ্ধতিতে পেশোয়ার জালমিকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে শহিদ আফ্রিদির পেশোয়ার জালমি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন কামরান আকমাল। ৬টি ছক্কা ও ৬টি চারে ৪৮ বোলে এই দুর্দান্ত ইনিংস খেলেন এই উইকেটরক্ষক। এছাড়া, ৪৩ রান আসে ওপেনার ইয়োহানেস মালনের ব্যাট থেকে। ইসলামাবাদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন শেন ওয়াটসন। জবাবে ব্যাট করতে নেমে ১৭ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করতেই বৃষ্টির হানা দেয়। পরবর্তিতে ডিএল পদ্ধতিতে জয় নিশ্চিত হয় তাদের। দলের পক্ষে ডোয়াইন স্মিথ ৫৫ ও ব্র্যাড হ্যাডিন করেন ৭৩ রান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি