ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত : ১৪:৪২, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে টুলু মিয়া নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে সিফাত আলী নামে আরো একজন। বিজিবি জানায়, ভোর রাতে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের সীমানা পিলার কাছ থেকে গরু আনতে যায় কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এসময় ভারতের বুটালু ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই টুলু মিয়া নিহত হয়। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ। বিভিন্ন সময় অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় তারা বিএসএফ-এর হাতে আটক হয়েছিল। তবে বিজিবি এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি