ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সেবা দিতে চীন যেতে চান বাংলাদেশি চিকিৎসক জেরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৪ মার্চ ২০২০

নভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে গিয়ে আক্রান্তদের সেবা করতে চান বাংলাদেশি এক চিকিৎসক। সাইয়েদা জেরিন ইমাম নামের এ চিকিৎসক সম্প্রতি ঢাকায় চীন দূতাবাসে লিখিতভাবে তার আগ্রহের কথা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেইসবুক পাতায় জেরিনের ছবির সঙ্গে এ সম্পর্কিত একটি পোস্ট দেয়। জেরিন চীনের জিনান প্রদেশের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে পিএচইডি ডিগ্রি আর্জন করে বাংলাদেশে অবস্থান করছেন। 

ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে জানা যায়, সৈয়দা জেরিন ইমাম উহান যাওয়ার ইচ্ছা জানিয়ে দূতাবাসে চিঠি নিয়ে গিয়েছিলেন। তবে এখন তিনি যেতে পারবেন কি না সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তাকে জানিয়ে দেওয়া হবে। 

জেরিন যখন চীনে অধ্যয়নের জন্য যান তখন সে দেশের ভাষা, সংস্কৃতিতে তাকে বেশ বেগ পেতে হয়েছিল। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে তার শিক্ষক, সহকর্মী ও সহপাঠীরা সহযোগিতা করেছিলেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। 

চীনা বন্ধুদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে আমি শুধু এটাই বলতে চাই, কোনো কারণেই তোমরা একা নও। আমিও রয়েছি তোমাদের পাশে। আমি খুব সাধারণ একজন মানুষ, হয়ত খুব শক্তিশালীও নই। কিন্তু আমার সাহস আছে, আর আছে হৃদয়। তোমাদের বাঁচানোর জন্য এর সবকিছুই আমি দিতে পারি।’

বর্তমান পরিস্থিতিতে চীন থেকে তিন শতাধিক বাংলাদেশের শিক্ষার্থী গবেষককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিষেধাজ্ঞা বলবৎ থাকায় চীন সরকারের বিশেষ অনুমতি ছাড়া সেখানে যাওয়া জেরিনের পক্ষে সম্ভব নয়।

ডেন্টালে ডিগ্রি নেওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতোকোত্তর করা ডা. সাইয়েদা জেরিন ইমাম বেশ কয়েক বছর ধরে জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করছেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেমেও কাজ করেছেন তিনি। বাংলাদেশে কয়েক বছর আগে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে শ্যানডং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ডা. জেরিন।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে প্রথমবারের মতো প্রাণঘাতি করোনা ভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৯৬ জন, আর মারা গেছেন অন্তত ৩ হাজার ২০১ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি