ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হায়দরাবাদ টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি

প্রকাশিত : ১৯:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৭

হায়দরাবাদ টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। এরপর ঋদ্ধিমান সাহার অপরাজিত সেঞ্চুরিরতে ৬ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। সাহা ১০৬ ও জাদেজা ৬০ রানে অপরাজিত ছিলেন।  দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪১। এখনো ৬৪৬ রানে পিছিয়ে মুশফিকরা। ৬৮৭ রানের পাহাড়টা টপকাতে ধীর-স্থির ব্যাটিংয়ে ওপেনার তামিম ও সৌম্য সরকার। দলীয় ৩৮ আর ব্যক্তিগত ১৫ রানে সাজ ঘরে ফেরেন সৌম্য । দিন শেষে তামিম ২৪ ও মোমিনুল ১ রানে অপরাজিত রয়েছেন। এরআগে, ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে ওঠে ভারত। এতে একাধিক ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দেয়ার সুযোগও মেলে। কিন্তু কাজে লাগাতে পারেনি মুসফিক বাহিনী। রাব্বির বলে ৬২ রানে থাকা রাহানের ক্যাচ ধরতে ব্যর্থ হন সাব্বির। তবে আরো ২০ রানের পর তাইজুলের বলে অসাধারণ ক্যাচে রাহানেকে সাজ ঘরে ফেরান মেহেদী। এরপর জীবন পান কোহলি। মেহেদীর বলে আম্পায়ার জো উইলসন কোহলিকে আউট দিলেও রিভিউয়ের রক্ষা পান তিনি। এ সময় তার সংগ্রহ ১৮০। নতুন জীবন পেয়ে ভারতীয় দলপতি গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির ইতিহাস সৃষ্টি করলেন এ রান মেশিন। অবশ্য এরপর কোহলিকে এলবি ডাব্লিউ-র ফাঁদে  ফেলে ২০৪ বেশি দেননি তাইজুল। কোহলির পর আবারো জীবন পায় ঋদ্ধিমান সাহা। তাইজুলের বলে ৪ রানে থাকা সাহাকে সহজ স্ট্যাম্পিং করতে ব্যর্থ হলেন মুশফিক। এরপর আর পেছনে তাকাতে হয়নি এ ব্যাটম্যানকে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আদায় করার পরই ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে হাফ সেঞ্চুরি করেন রবিন্দ্র জাদেজা। এটিও তামিমের ক্যাচ মিসের কল্যাণে। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার দিনে বাংলাদেশে হেলাফেলা ফিল্ডিং আর বাজে বোলিংয়ে রানের পাহাড়ে চাপা পরেছে সফরকারিরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি