ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা ভাইরাস: সারা দেশের মসজিদে দোয়ার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৬ মার্চ ২০২০ | আপডেট: ১০:৫৬, ৬ মার্চ ২০২০

করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস উদ্বেগজনক মাত্রায় ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বই এখন করোনা ভাইরাসের ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, বাংলাদেশও রয়েছে উচ্চ ঝুঁকিতে। 

এমন প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

সূত্র: বাসস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি