ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

প্রকাশিত : ১৭:৩০, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩০, ১০ মার্চ ২০১৬

coxbazerকক্সবাজারে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। উদ্ধার করা হয়েছে বিমানটির ব্ল্যাক বক্স। বিমান বাহিনীর গ্র“প ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের তদন্তদল কাজ শুরু করে। কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানান, বুধবার রাতেই তদন্তদল কক্সবাজারে এসে পৌছায়। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাস্থল নাজিরারটেক এলাকায় গিয়ে বিধ্বস্ত বিমানের বিভিন্ন যন্ত্রাংশ পরিক্ষা-নিরীক্ষা করে দেখেন তারা। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, দুর্ঘটনায় কবলিত বিমানের যন্ত্রাংশ খুলে তাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে বিমান বন্দরের রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে বিধ্বস্ত হয়ে ৩ বিদেশী নাগরিক নিহত হন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি