ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তুচ্ছ ঘটনার জেরে ঝিনাইদহের কালীগঞ্জে ছোট ভাইকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত : ১১:০১, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০১, ১২ ফেব্রুয়ারি ২০১৭

তুচ্ছ ঘটনার জেরে ঝিনাইদহের কালীগঞ্জে ছোট ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে বড় ভাই। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রাতে বড় ভাই নুর মোহাম্মদ ট্রাকে করে বাড়িতে আসবাব নিয়ে আসছিল। সেসময় ট্রাকের ধাক্কায় ছোট ভাই নুর ইসলামের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙ্গে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নুর মোহাম্মদ, ছেলেদের নিয়ে নুর ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই নিহতের বড় ভাই ও দুই ভাতিজাকে আটক করে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি