ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অভিবাসন নীতি এবং সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিবাদে মেক্সিকোতে বিক্ষোভ

প্রকাশিত : ১০:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি এবং সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিবাদে মেক্সিকোতে বিক্ষোভ করেছে দশ হাজারেরও বেশি মানুষ। দেশটির ১২টিরও বেশি শহরে বিক্ষোভকারীরা সাদা পোশাক পরে মেক্সিকোর পতাকা ও ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসে। ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর জনতা সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর বার্তা পৌঁছিয়ে দিতেই বিক্ষোভে নেমেছেন বলে জানান তারা। এদিকে, সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত খারিজ করে দেয়ায়, সমালোচনা করেছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি