ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত দুইজন সুস্থ: আইইডিসিআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১১ মার্চ ২০২০ | আপডেট: ১৩:৪৪, ১১ মার্চ ২০২০

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু্ইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

বুধবার মহাখালীতে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হওয়া তিনজনের দু’জনের অবস্থা খুবই ভালো। পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে।

সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে দু’জনকে ছেড়ে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে আটজন আইসোলেশনে আছেন।

এখন ১৩টি হট নাম্বারের পরিবর্তে শুধু ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে করোনার জন্য ফোন করার অনুরোধ জানিয়েছেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি