হায়দ্রাবাদ টেস্টে ভারতের কাছে ২০৮ রানে হারলো বাংলাদেশ
প্রকাশিত : ১৮:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হায়দ্রাবাদ টেস্টে ভারতের কাছে ২০৮ রানে হারলো বাংলাদেশ। ৪৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছে ২৫০ রানে । দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি। এই জয়ের ফলে টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েলা ভারত ।
রিভিউতে তাসকিনকে এলবিডাব্লিউ ঘোষণা করলে উল্লাসে ফেটে পরে ভারতের খেলোয়াড় ও সমর্থকরা। এ আনন্দ বাংলাদেশকে হারানোর ।
এরআগে ৩৫৬ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই সাকিবের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। দলীয় ১০৬ ও ব্যক্তিগত ২২ রানে রবীন্দ্র জাদেজার বলে চেতেশ্বর পুজারার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন সাকিব।
এরপর মুশফিকের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এদিন অশ্বিনের ফাদে পা দিলেন বাংলাদেশ অধিনায়ক। অশ্বিনকে একটি বাউন্ডারী মারার এক বল পরেই ডাউন দ্য উইকেটে ওভার বাউন্ডারী মারতে গিয়ে আউট হন মুসি। লাঞ্চ বিরতি পর্যন্ত সাব্বিরকে নিয়ে প্রতিরোধ গড়েন মাহমুদুল্লাহ। মাঝে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি আদায় করে নেন তিনি।
লাঞ্চের পরই সাব্বির দলীয় ২১৩ ও ব্যক্তিগত ২২ রানে ইশান শর্মার বলে এলবিডাব্লিউ হলে মাহমুদুল্লাহও আর বেশীদূর যেতে পারেননি। স্কোর বোর্ডে ১২ রান যোগ করেই ইশান শর্মার বাউন্সারে ভুবেনশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন মাহমুদুল্লাহ। ১৪৯ বলে ৭ চারে ৬৪ রান করেন তিনি।
এরপর লড়াইটা চালান মিরাজ। দলীয় ২৪২ রানে ৬১ বলের ধৈর্য্যশীল ইনিংসের সমাপ্তি ঘটে জাদেজার বলে শাহার হাতে ক্যাচ দিয়ে। স্কোর বোর্ডে ৭ রান যোগ হতেই বিদায় নেন ৬ রান করা তাইজুল ইসলাম। আর তাসকিন ১ রানে আউট হলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
<ংঃৎড়হম>ড্রয়ের সম্ভবনা জাগিয়েও শেষ রক্ষা হলোনা বাংলাদেশের। ১৭ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচের শুরুটা হলো হার দিয়ে। তবে পাঁচদিন লড়াই করেই হেরেছে মুশফিক বাহিনী। ব্যাটিং-বোলিংয়ে ও ফিল্ডিং এ ছোট-খাট ভুলগুলি না হলে স্কোর বোর্ডে ফলাফলটা হয়তো অন্যরকম হতে পারতো ।
আরও পড়ুন