ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্টিভেন মিউচিন

প্রকাশিত : ১০:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক বিতর্কিত ব্যাংকার স্টিভেন মিউচিন। স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেট তার নাম অনুমোদন করে। স্টিভেন মিউচিন যুক্তরাষ্ট্রের বিনিযোগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাকস-এ কাজ করতেন। তিনি হলিউডের চলচ্চিত্রে বিনিযোগ করতেন বলেও জানা যায়। মার্কিন নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের ফান্ড সংগ্রহে বড় ভূমিকা রেখেছেন।  তিনি বিভিন্ন সময় তার কাজের জন্য বিতর্কিত ছিলেন। আর এ কারনে তার নিয়োগ নিয়ে হতাশা প্রকাশ করেছে বিরোধিরা। এদিকে নতুন অর্থমন্ত্রীর সামনে কর পরিকল্পনাসহ সরকারের ঋণ সীমা বাড়ানোর মত চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি