ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে মিরসরাই প্রেসক্লাব

প্রকাশিত : ১৮:২২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে মিরসরাই প্রেসক্লাব। মঙ্গলবার বিকেলে মিরসরাই প্রেসক্লাবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। এসময় বক্তারা বলেন, সাংবাদিক সরকারের প্রতিদ্বন্দ্বী নয়, সহায়ক শক্তি। তাই সরকারের উচিত সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা দেয়া। শিমুল হত্যার দ্রুত বিচার দাবি করে বাংলাদেশে যেন আর সাংবাদিক নির্যাতন না হয় এ ব্যাপারে সরকারী উদ্যোগের আহবান জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি