ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা টু লন্ডন রুটে সরাসরি কার্গো চলাচলে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৯:৫৮, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ২০:০৩, ১০ মার্চ ২০১৬

নিরপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ঢাকা টু লন্ডন রুটে সরাসরি কার্গো চলাচলের উপর যুক্তরাজ্য সরকারের সাময়িক নিষেধাজ্ঞা, বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। এতে যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মত তাদের। এ ব্যপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন খাত সংশ্লিষ্টরা। ঢাকা থেকে লন্ডনে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের বক্তব্যের কথা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এসময় জানানো হয় যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। সময় স্বল্পতার জন্য তৈরি পোশাকসহ মোট রপ্তানি বানিজ্যের ১০ থেকে ১৫ শতাংশ আকাশপথে যুক্তরাজ্য পাঠাতে হয়। নিষেধাজ্ঞার ফলে পন্য পরিবহনের খরচ বেড়ে যাবে বলে জানানো হয়। যা নেতিবাচক প্রভাব ফেলতে পারে রপ্তানি বাজারে। বিমান বন্দরের নিরপত্তায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতির কথা উল্লেখ করে এসব ব্যাপারে দ্রুত বৃটিশ সরকারকে অবহিত করার অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে বিশ্লেষকরা বলছেন বেশ কিছুদিনের রাজনৈতিক স্থিতিশীলতায় দেশের প্রবৃদ্ধি যখন এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এমন সময় সরকারকে নিরাপত্তা ইস্যুতে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি