ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজিব গান্ধীর সহযোগি আবু মুসা ওরফে রবিন নিহত

প্রকাশিত : ২০:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়ার কাহালুতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত আবু মুসা ওরফে রবিন গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজিব গান্ধীর সহযোগি বলে নিশ্চিত করেছে পুলিশ। গেলো সোমবার রাতে কাহালুর পতনজা এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হয় রবিন। এদিকে কক্সবাজারে বন্দুকযুদ্ধে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে। বগুড়ার কাহালুর পতনজা এলাকায় বন্দুকযুদ্ধে নিহতের নাম আবু মূসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে রবিন ওরফে সামিউল। পুলিশ জানায়, পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জের জেএমবি’র প্রধান সমন্বয়কারী রবিন, গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীর সেকেন্ড-ইন-কমান্ড। এছাড়া গেলো বছর কুষ্টিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসক সানাউল্লাহ ও নাটোরের বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল হত্যা মামলার আসামিও রবিন। গেলো সোমবার রাত আড়াইটার দিকে পতনজা এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি চালায় রবিন বাহিনী। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে আহত হয় রবিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিকে কক্সবাজারের মহেশখালীর পাহাড়ী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ১১ সদস্য। এছাড়া মাতারবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের পর ৮টি অস্ত্র ও ৪০ রাউন্ড-সহ ৩ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি