ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে দেড়শ’ স্পট ঘিরে সক্রিয় রয়েছে ২৫ ছিনতাইকারী চক্র

প্রকাশিত : ১০:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

সাম্প্রতিক সময়ে রাজধানীতে বেড়েছে ছিনতাই। প্রায় দেড়শ’ স্পট ঘিরে সক্রিয় রয়েছে ২৫টি ছিনতাইকারী চক্র। তবে, ছিনতাইয়ের ঘটনায় সব সময় মামলা হয় না। ভুক্তভোগিদের অনেকেই মামলার বিষয়টিকে বাড়তি ঝামেলা মনে করে এড়িয়ে যান। অবশ্য পুলিশ বলছে, ছিনতাইসহ সব ধরণের অপরাধ দমনে সক্রিয় তারা। ৭ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট এলাকা। ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ছিনতাইকারীরা পথ আটকে কেড়ে নেয় তার টাকা। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুলিবিদ্ধ হয় এক ব্যক্তি। ৯ ফেব্র“য়ারি কলাবাগানে চালককে কুপিয়ে প্রাইভেট কার ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। ১০ ফেব্র“য়ারি টিকাটুলীতে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের শিকার হন দুই মাছ ব্যবসায়ী। ১২ ফেব্রুয়ারি উত্তরায় চলন্ত প্রাইভেট কার থামিয়ে মা ও মেয়েকে গুলি করে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ চক্র। এর আগে ৪ ফেব্র“য়ারি নয়াপল্টনে একই কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ’ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। তারা বলছে, থানা, পুলিশ আর মামলাকে বাড়তি ঝামেলা মনে করে অনেকেই ঘটনার পর অভিযোগ করে না। তথ্য উপাত্ত বলছে, রাজধানীতে সক্রিয় রয়েছে ২৫টি ছিনতাকারী চক্র। ১৪১টি স্পট ঘিরে চলে তাদের কর্মকাণ্ড। প্রতিটি চক্রে রয়েছে অন্তত ৫ জন করে সদস্য। আর প্রতিমাসে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে কমপক্ষে ৫০টি। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী দমনে রাজধানীর সড়কগুলোতে চেকপোস্ট বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর ছিনতাইয়ের সংখ্যাগত দিক যাই হোক না কেন, আগের যেকোন সময়ের চেয়ে এখন অপরাধ প্রবণতা অনেক কম-বলছেন, পুলিশ কর্মকর্তারা। মাদকে জড়িয়ে পড়ে তরুণরাই মূলত ছিনতাই করছে বলে মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি