ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারছেন না অং সান সুচি

প্রকাশিত : ১৯:১৫, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৯, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আপাতাত মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারছেন না এনএলডি নেত্রী অং সান সুচি। এরইমধ্যে প্রেসিডেন্ট পদে তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে একজন সেনাসমর্থিত। তবে সুচির দাবি, প্রেসিডেন্টের ওপরেই হবে তার স্থান। meanmerগেলো নভেম্বরেই গণতন্ত্রের অভিযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো নোবেল জয়ী অং সান সুচির দল এনএলডি। তবে দীর্ঘ আড়াই দশক ধরে ক্ষমতা আকড়ে থাকা সামরিক বাহিনীর প্রভাব এখনো কাটেনি। ক্ষমতায় থাকা অবস্থায় তারা তৈরি করে গেছে বেশ কিছু সাংবিধানিক সংকট। বিদেশী নাগরিককে বিয়ে করায় জয় পেলেও বন্ধ হয়ে যায় সূচির প্রেসিডেন্ট হওয়ার পথ। তবে প্রেসিডেন্ট হতে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বার বার বৈঠক করেছিলেন সুচি। ফলাফল ছাড়াই ভেস্তে যায় সব আলোচনা। তবে সূচি বারবারই বলে আসছেন প্রেসিডেন্ট না হলেও প্রেসডেন্টের ওপরেই থাকবেন তিনি। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার দল থেকে দুইজনের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছেন সুচির সহযোগী থিন কিয়াও এবং সংখ্যালঘু জাতিতাত্ত্বিক গোষ্ঠির হেনরি ভান থিউকে। নিজেদের পছন্দের একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে সামরিক বাহিনী। তবে ধারণা করা হচ্ছে, থিন কিয়াও হতে পারেন মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট। পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। পরাজিত দুই প্রার্থী হবেন ভাইস প্রেসিডেন্ট হবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি