ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রোল বল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর বসছে বাংলাদেশে

প্রকাশিত : ১৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

রোল বল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর বসছে বাংলাদেশে। এবারই প্রথম স্বাগতিক বাংলাদেশসহ ৪০টি দেশ অংশ নিচ্ছে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আগামী শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগীতা। বুধবার এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। রোল বলের চতুর্থ বিশ্বকাপের এই আসরে এশিয়ার ১৭টি, আফ্রিকার ১১টি ও ইউরোপের ৭টি দল অংশ নেবে বলে জানান সংশ্লিষ্টরা। নিজেদের মাঠে হওয়া প্রতিযোগিতায় ভালো সাফল্য পাওয়ার আশা জানান বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান। এর আগে গত তিন আসরে খেলা বাংলাদেশের সর্বোচ্চ অর্জন গত আসরে  সপ্তম হওয়া। এবার নিজেদের মাটিতে আরো বেশী সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজকরা। টুর্নামেন্টের সব প্রস্ততি শেষ হয়েছে বলে জানান তাঁরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি