ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

মিথ্যা তথ্য দিয়ে পাকিস্তান বই ছাপানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

একাত্তরে গণহত্যার দায়ভার মুক্তিবাহিনীর ওপর চাপাতে মিথ্যা তথ্য দিয়ে পাকিস্তান বই ছাপানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রাশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, পাকিস্তানের কাছে এ চক্রান্তের জবাব চাওয়া হবে। পাকিস্তানের এইসব কর্মকান্ডের সঙ্গে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য মিলে যায় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে কয়েকটি পত্রিকায় ক্ষমতাসীন দলের নেতাদের নিয়ে বিরূপ প্রতিবেদন তৈরির সমালোচনায় মুখর হন সংসদ সদস্যরা। পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ পাকিস্তানে প্রকাশিত একটি বই দেখিয়ে বলেন, মুক্তিবাহিনীই হত্যাকান্ড চালিয়েছে বলে এই বইয়ে মিথ্যাচার করা হয়েছে। ২৫ শে মার্চ গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব দিয়ে তিনি বক্তব্য শেষ করতেই ফ্লোর নেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের কর্মকান্ডের তীব্র নিন্দা জানান শেখ হাসিনা। নতুন প্রজন্মকে গৌরবময় মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা এবং তার আগের স্বাধীকার আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তাােনের তৎপরতার জবাব চাওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান গণহত্যার প্রসঙ্গে পাকিস্তান নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, খালেদা জিয়াও প্রশ্ন তুলেছেন শহীদের সংখ্যা নিয়ে। ২৫শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব মার্চে সংসদে তোলা হবে বলে জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি