ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টানা কয়েকদিন পতনের পর সূচক ও দর বেড়েছে পুঁজিবাজারে

প্রকাশিত : ১৮:২৪, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:২৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

dseটানা ৮ কার্যদিবস পতনের পর সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে কমেছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৭টির, আর ৪৮টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য দাঁড়ায় ৩৯৩ কোটি ৪৯ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৫৬০ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮৭টি, আর ৩১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ৫২ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি