মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়ের
প্রকাশিত : ১৯:১৮, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৮, ১০ মার্চ ২০১৬
সম্পদ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যে পরিমান সম্পদের বিপুল পরিমাণ সম্পদ থাকার যে দাবি মুসা করেছেন, এর সপক্ষে দুদককে যথাযথ তথ্য দিতে পারেননি তিনি। তাই মামলা করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। ২০১৫ সালের ৭ জুন দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে মুসা বলেন, সুইস ব্যাংকে তাঁর ১২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। এ ছাড়াও সুইস ব্যাংকের ভল্টে ৯০ মিলিয়ন ডলার দামের অলংকার জমা রয়েছে।
আরও পড়ুন