মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আজ রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৩:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আজ রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আলোচনায় মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যু স্থান পেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে, শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানির মিউনিখে ৫৩তম এ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের পাঁচশ’রও বেশি বিশেষজ্ঞ অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগ দেবেন তিন দিনের এ সম্মেলনে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ফলে ন্যাটোর ভবিষ্যৎ কর্মপন্থা, নিরাপত্তা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের করণীয়, সম্মেলনে জোরালোভাবে উঠে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা।
সম্মেলনে মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার তাগিদ বিশ্লেষকদের।
পরিবর্তিত বৈশ্বিক রাজনীতি ও সংকট মোকাবেলায় বিশ্ব জনমত তৈরীতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন জোরালো ভুমিকা রাখবে বলেও মনে করেন তারা।
আরও পড়ুন