ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা সাময়িক এবং এতে দেশের বাণিজ্যে তেমন ক্ষতি হবে না- বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ২০:২৪, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৪, ১০ মার্চ ২০১৬

নিরাপত্তার কারন দেখিয়ে বাংলাদেশ থেকে সরাসরি পন্যবাহী উড়োজাহাজ চলাচলে যুক্তরাজ্যের দেয়া নিষেধাজ্ঞাকে যৌক্তিক মনে করে না সরকার। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আশা করেন, দ্বিপাক্ষীয় আলোচনায় শিগগিরই অচলাবস্থা কেটে যাবে। আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নিষেধাজ্ঞা সাময়িক এবং এতে দেশের বাণিজ্যে তেমন ক্ষতি হবে না। com minসম্প্রতি যুক্তরাজ্যের সরকারী ওয়েবসাইটে বলা হয়, ঢাকা থেকে পন্যবাহী উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা সংশ্লিষ্ট প্রয়োজনীয় কিছু জায়গায় ঘাটতি রয়েছে। তাই বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাজ্যে কোন পন্যবাহী উড়োজাহাজ যেতে পারবে না। কিন্তু এই নিষেধাজ্ঞা যৌক্তিক নয় দাবী করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানালেন, এতে বাংলাদেশ বিমানের কার্গো পরিবহন ব্যাহত হবে। তিনি বলেছেন, যুক্তরাজ্যের পরামর্শ মেনেই বিমান বন্দরের মানোন্নয়ন করা হয়েছে। তাই আলোচনার মাধ্যমে শিগগিরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশা করছেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত শেষে বানিজ্য মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞায় তেমন ক্ষতি হবে না। ওদিকে, যুক্তরাজ্য ঢাকা থেকে কার্গো ফ্লাইট নিষিদ্ধের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন তদারকে চলতি মাসের বাকি দিনগুলোতে বিমানবন্দরেই সচিবকে নিয়ে অফিস করবেন মন্ত্রী রাশেদ খান মেনন। বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি