ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটের পাথর কোয়ারিগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে

প্রকাশিত : ১৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মৃত্যুফাঁদে পরিণত হয়েছে সিলেটের পাথর কোয়ারিগুলো। অবৈধভাবে পাথর তোলার ঘটনায় একের পর এক মৃত্যু হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এসব কারণে আদালতের নিষেধাজ্ঞাও জারি আছে, কিন্তু থেমে নেই উত্তোলন। গেলো তিন সপ্তাহে ১২ জনের মৃত্যুর পর প্রশাসনে রদ-বদল হলেও টিলা কেটে পাথর তোলা থামছেই না। সিলেটের সীমান্তবর্তী চার উপজেলায় রয়েছে ৭টি পাথর কোয়ারি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাথর সংগ্রহের মৌসুমে সিলেটে আসেন অসংখ্য শ্রমিক। এই পাথর কোয়ারিগুলোতে কাজ করেই চলে তাদের জীবন-জীবিকা। এসব শ্রমিকদের অসহায়ত্বের সুযোগে একশ্রেনীর ব্যবসায়ী পাথর সংগ্রহের জন্য তাদের নামাচ্ছে গভীর গর্তে। রাতের আঁধারে এভাবে পাথর তুলতে গিয়ে গেলো ৩ সপ্তাহে সিলেটেই মৃত্যু হয়েছে ১২ শ্রমিকের। মৃত্যুর পর মৃতদেহগুলো গোপনে সরিয়ে ফেলারও অভিযোগ রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি অপরিকল্পিত পাথর উত্তোলন বন্ধের দাবি এলাকার বাসিন্দাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি