ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

২৫ বার রক্তদানকারী রক্তদাতাদেরকে সম্মাননা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন

প্রকাশিত : ১৮:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

২৫ বার স্বেচ্ছায় রক্তদানকারী দুই শতাধিক রক্তদাতাকে সম্মাননা দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শুক্রবার সকালে জাতীয় প্রেসকøাব মিলনায়তনে রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ’সময় তিনি বলেন ‘অনেক ক্লিনিক পেশাদার রক্তদাতাদের দূষিত রক্ত কিনে থাকে। এতে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ে। স্বেচ্ছায় রক্ত দানে কোয়ান্টামের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম আল নাহার বোখারী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি